ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ২৯ জন রোগী। মেডিসিন বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে রংপুরের তিনজন, বাকিরা ঢাকা থেকে আগত তবে সবার বাড়ি রংপুরে অঞ্চলে। স্বজনরা জানান, ঢাকায় থাকা অবস্থায় তাদের শরীরে ডেঙ্গু ভাইরাস শনাক্ত করা হয় পরে কিছুটা সুস্থ হওয়ার পর রংপুর মেডিকেলে নিয়ে আসা হয়।