‘জগতি’ বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন। দেড় শতাধিক বছর আগে ১৮৬২ সালে স্টেশনটি নির্মিত হয়। সেই সময় পশ্চিমবঙ্গের রানাঘাট রেলপথকে কুষ্টিয়া (তৎকালীন নদীয়া) জেলার জগতি পর্যন্ত বর্ধিত করা হয়। ১৮৬২ সালের ১৫ নভেম্বর থেকে কলকাতার শিয়ালদহ, দর্শণা, পোড়াদহ হয়ে জগতি স্টেশন পর্যন্ত ট্রেন সার্ভিস চালু হয়।