দেশের অন্যান্য জেলার মতো এবার লক্ষ্মীপুরেও ডেঙ্গু জ্বর ছড়িয়ে পড়ছে। গত তিন দিনে জেলা সদর ও রায়পুরে ডেঙ্গু আক্রান্ত ৯ জন রোগী শনাক্ত হয়েছে। গত এক সপ্তাহে বেশ কয়েকজন জ্বরে আক্রান্ত হয়ে শেরপুর সদর হাসপাতালে ভর্তি হলে পরীক্ষার পর ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত করেন চিকিৎসকরা।