এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে কাঁচা সবজির। প্রতি কেজিতে ১০-১৫ টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে সবজি। ক্রেতারা বলছেন, অসহনীয় হয়ে উঠেছে শাক-সবজির দাম। ২৬ জুলাই সকালে রাজধানীর কারওরান বাজারে গিয়ে এই চিত্র দেখা যায়। কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কম থাকায় সবজির দাম বেড়েছে।