ইভিএম এ ভোট দিয়ে স্বতি প্রকাশ প্রতিবন্ধী অাব্দুস সাত্তার
ইভিএম এ ভোট দিয়ে স্বতি প্রকাশ প্রতিবন্ধী অাব্দুস সাত্তার দুলাল। হুইল চেয়ারে সকালে উত্তরা ৪ নং সেক্টরের নওয়াব হাবিবুল্লাহ স্কুল এন্ড কলেজ কেন্দ্র ভোট দিতে অাসেন তিনি। তার ভোটের বুথ দ্বিতীয় তলায় হওয়ায় তাকে হুইল চেয়ার ধরে উপরে তোলেন সহায়তাকারীরা। ভোট শেষে বলেন খুবই সহজ পদ্ধতি, ভাল লেগেছে তবে অারো বেশি সচেতনতা দরকার