প্রাথমিকের দপ্তরি পদ স্থায়ীকরণের দাবি সংসদে

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সংসদ অধিবেশন | ফাইল ছবি

সংসদ অধিবেশন | ফাইল ছবি

জাতীয় সংসদ ভবন থেকে: সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ্যপ্রহরী পদকে স্থায়ীকরণের মাধ্যমে তাদের রাজস্বখাতে আনার দাবি তুলেছেন সংসদ সদস্যরা। দপ্তরিদের পদটি স্থায়ীকরণের মাধ্যমে দেশের কয়েক হাজার পরিবারকে দারিদ্রের অভিশাপ থেকে মুক্ত করার দাবি জানান তারা।

তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, আপাতত এটি নিয়ে আমাদের চিন্তাভাবনা নেই।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ জুন) একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে প্রথমে প্রশ্নটি উত্থাপন করেন জাতীয় পার্টির সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। এরপর একই বিষয়ে প্রশ্ন করেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান।

এ দুই সংসদ সদস্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী পদ জাতীয়করণ করার দাবি জানান। জবাবে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি আপাতত আমাদের পরিকল্পনায় নেই।