শপথ নিলেন বিএনপির রুমিন ফারহানা

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

রুমিন ফারহানাকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী (বায়ে), ছবি: বার্তা২৪.কম

রুমিন ফারহানাকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী (বায়ে), ছবি: বার্তা২৪.কম

বিএনপির সংরক্ষিত আসনের সদস্য হিসেবে শপথ নিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। রোববার (৯ জুন) দুপুর ১২টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার সংসদ কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান।

সংসদে প্রতিনিধিত্বকারী দলের নির্বাচিত আসনের সংখ্যানুপাতে এবার মাত্র একজন সংরক্ষিত সংসদ সদস্য পাচ্ছে বিএনপি। তাদের নির্বাচিত ছয়জন সংসদ সদস্যের মধ্যে পাঁচজন শপথ নিয়েছেন। সে হিসেবে এবার বাজেট অধিবেশন থেকেই ছয় সদস্যের সংসদীয় প্রতিনিধি দল পাচ্ছে বিএনপি। সংরক্ষিত মহিলা আসনের (৩৫০) সদস্য হিসেবে তিনি শপথ নেন।

বিজ্ঞাপন
Farhana
শপথ নেওয়ার কিছুক্ষণ আগে রুমিন ফারহানা, ছবি: বার্তা২৪.কম

 

শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি ও ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এমপি উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে রুমিন ফারহানা এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

oath

উল্লেখ্য, রুমিন ফারহানা বিএনপি মনোনীত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।