২৪ এপ্রিল বসছে দ্বিতীয় অধিবেশন

  • সিনিয়র করেসপন্ডেন্ট
  • |
  • Font increase
  • Font Decrease

সংসদ অধিবেশন/ছবি: সংগৃহীত

সংসদ অধিবেশন/ছবি: সংগৃহীত

একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হতে যাচ্ছে আগামী ২৪ এপ্রিল (বুধবার) বিকেল ৫টায়।


বুধবার (০৩ এপ্রিল) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় দেওয়া ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। 

বিজ্ঞাপন

 

২৪ এপ্রিল বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে। অধিবেশন শুরুর আগে ওই দিন সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কর্মসূচি চূড়ান্ত হবে। এ অধিবেশনটি সর্বোচ্চ পাঁচদিন চলতে পারে। কারণ আগামী জুনে বাজেট অধিবেশন বসবে। আগামী ১৩ জুন সংসদে বাজেট পেশ করা হবে। এর আগে ১১ জুন বাজেট অধিবেশন বসতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উল্লেখ্য, চলতি সংসদের প্রথম অধিবেশন গত ৩০ জানুয়ারি শুরু হয়ে ১১ মার্চ শেষ হয়। ওই অধিবেশনে সরকার ও বিরোধী দলীয় সদস্যরা সক্রিয় ভূমিকা রাখলেও বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা যোগ দেননি। নির্বাচন বাতিলের দাবি জানিয়ে তারা শপথ অনুষ্ঠান বর্জন করেন। অবশ্য বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল গণফোরামের দুই সদস্য এরই মধ্যে শপথ নিয়েছেন।