দুই দিন বাড়লো বইমেলা, চলবে ২ মার্চ পর্যন্ত

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪ (পুরনো ছবি)

ছবি: বার্তা২৪ (পুরনো ছবি)

লেখক ও প্রকাশকদের দাবির পরিপ্রেক্ষিতে অমর একুশে গ্রন্থমেলার সময় দুই দিন বাড়ানো হয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২ মার্চ পর্যন্ত চলবে অমর একুশে গ্রন্থমেলা ২০১৯।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ। প্রধানমন্ত্রীর নির্দেশে মেলার সময় বাড়ানো হয়েছে বলে বার্তা২৪.কমকে জানান তিনি।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হওয়া অমর একুশে গ্রন্থমেলা আজ (২৮ ফেব্রুয়ারি) শেষ হওয়ার কথা ছিল। কিন্ত গত কয়েকদিনের বৃষ্টি আর শেষ দিনে সিটি নির্বাচনের কারণে চলাচলে বাধা থাকায় জমে ওঠেনি মেলা। এ অবস্থায় মেলার সময় বাড়ানোর দাবি জানিয়েছিলেন লেখক ও প্রকাশকরা।