বই পড়ায় আগ্রহী করতেই সন্তানকে নিয়ে বইমেলায়
বই পড়ার প্রতি শিশুদের আগ্রহী করতে অভিভাবকদের কতই না চেষ্টা থাকে। সেই চেষ্টা বেড়ে যায় অমর একুশে ফেব্রুয়ারি বইমেলা আসলেই। ছুটির দিনসহ সপ্তাহের যেকোনো দিন একটু সময় পেলেই শিশুদের নিয়ে মেলায় হাজির হচ্ছেন বাবা-মা, ভাই-বোনসহ স্বজনরা। আর শিশুদের মেলায় নিয়ে আসার মূল উদ্দেশ্য- শিশুরা যেনো বই পড়ার প্রতি আগ্রহী হয়, ছোট থেকেই যেনো বইয়ের প্রতি ভালোবাসা-ভালোলাগা তৈরি হয়।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে গ্রন্থ মেলায় গিয়ে দেখা যায়, অনেকে শিশুদের সাথে করে বিভিন্ন দোকান ঘুরে ঘুরে বই দেখছে। আর শিশুরাও নতুন নতুন বই দেখে বেশ উচ্ছ্বসিত। অনেক শিশু পছন্দের বই কিনে দেওয়ার জন্য বাবা-মার কাছে বায়নাও ধরছে।
এবারের মেলায় শিশুদের পছন্দের বইগুলোর মধ্যে রয়েছে- সিসিমপুর, ভুতের গল্প, ঈশপের গল্প, ছড়া, ধাঁধা'র বই, ছোট গল্প, বাঘ সিংহের গল্প, কার্টুন বই, রঙ করার বই, আঁকা'র বই, ম্যাজিক বই, সিন্ডারেলাসহ বর্ণমালার বই।
মোহাম্মদপুর থেকে আগত নাহিদা হোসেন নামে এক নারী দুই মেয়েকে নিয়ে বই মেলায় এসেছেন। শিশুদের নিয়ে মেলায় ঘুরে ঘুরে বই দেখছেন তিনি। এসময় বার্তা২৪.কম'র এই প্রতিবেদককে তিনি বলেন, ‘পৃথিবীতে ভাষার জন্য অন্য কোনো জাতি জীবন দেয়নি, একমাত্র আমরাই জীবন দিয়েছি। আমার মেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়ে, এতে বাংলা ভাষার প্রতি ওদের আগ্রহ কমে যাচ্ছে। বাংলা ভাষার প্রতি ওদের আগ্রহী করতেই মেলায় নিয়ে আসা। তাছাড়া বই পড়ার মাধ্যমে আমাদের ভাষা, ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে ওরা।’
সাধারণত কর্মদিবসের চেয়ে সাপ্তাহিক ছুটির দিনে মেলায় বেশি উপস্থিতি দেখা যায় শিশু ও অভিভাবকদের। তবে আজ ছুটির দিন না হলেও শিশুদের উপস্থিতি ছিল বেশ চোখে পড়ার মতো।
নীলক্ষেত আবাসিক এলাকা থেকে মেলায় এসেছেন গৃহিণী শিমা রহমান। তিনি বার্তা২৪.কম’কে বলেন, ‘আমার ছেলে পঞ্চম শ্রেণিতে পড়ে। সে যেনো পাঠ্য বইয়ের পাশাপাশি সাধারণ জ্ঞানসহ গল্পের বই পড়ে, বই পড়ার প্রতি সে যেনো আগ্রহী হয়, সেজন্যই তাকে মেলায় নিয়ে এসেছি। ছোট থেকে পড়ার প্রতি আগ্রহী না হলে ভালো মানুষ বা মেধাবী হবে না। আমার ছেলে যেনো সব সময় বইয়ের স্পর্শে থাকে।’
কোনাপাড়া থেকে মেলায় এসেছেন সরকারি চাকরিজীবী নাসির উদ্দিন খান। সাথে নিয়ে এসেছেন নাতীকে। তিনি বার্তা২৪.কম’কে বলেন, ‘ও মেলায় ঘুরবে, ওর মতো আরও যারা মেলায় আসবে তাদের সাথে মিশবে, বই দেখবে, পছন্দ মতো কিনবে, পড়বে, এভাবে ওরা ছোট থেকেই বইমুখী হয়ে উঠবে, মেধাবী হবে।’
প্রসঙ্গত, অমর একুশে বইমেলা চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।