সময়ের আগেই মেলায় বইপ্রেমীদের ভিড়

  • স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্রধান গেট খোলার আগেই উপস্থিত বইপ্রেমীরা, ছবি: বার্তা২৪

প্রধান গেট খোলার আগেই উপস্থিত বইপ্রেমীরা, ছবি: বার্তা২৪

সাপ্তাহিক ছুটির দিন শনিবার। এই দিনে সকালের ঘুমটা নষ্ট করতে চান না কেউই। কিন্তু বইপ্রেমীদের জন্য বিষয়টা একেবারেই আলাদা।

বইমেলার গেট খোলা হবে এগারোটায়। কিন্তু তার আগেই মেলার মূল গেটের সামনে মেলায় আগত ক্রেতা-দর্শনার্থীদের ভিড়। ছুটির সকালেই ছুটে এসেছেন মেলা প্রাঙ্গণে।

বিজ্ঞাপন

বইমেলার শেষ সপ্তাহ চলছে। ইতোমধ্যেই পছন্দের বইটি কেনা হয়ে গেছে অনেকের। আবার অনেকেই মাসজুড়ে অপেক্ষা করেছেন বইমেলার শেষ সপ্তাহটির জন্য। ঘুরে ঘুরে পছন্দের বইগুলো একসঙ্গে কেনাই হলো উদ্দেশ্য।

শুধু একদিন অর্থাৎ শনিবারেই সাপ্তাহিক ছুটি পান বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সোনিয়া আহমেদ। তাই এইদিনে বইমেলা আসার সুযোগটি কোনভাবেই হারাতে চান না তিনি। জানালেন, এই নিয়ে দ্বিতীয়বারের মতো এসেছেন বইমেলায়। এখনও বেশ কয়েকটি বই কেনার ইচ্ছা আছে তার। তাছাড়া পুরো বছরে এই একটি মাসে বইয়ের উৎসবমুখর পরিবেশটি কোনভাবেই মিস করতে চান না তিনি।

কথা হলো চতুর্থ শ্রেণি পড়ুয়া শেহনাজের সঙ্গে। এই বছরে আজকেই প্রথমবারের মতো বাবা-মা ও বড় বোনের সঙ্গে মেলায় এসেছে সে।

কী কী বই কিনবে প্রশ্ন করা হলে ছোট শেহনাজ বলে, 'মুহাম্মদ জাফর ইকবালের নতুন বই আগে কিনবো, এরপর ছড়ার বই কিনবো'।