পরিপাটি হলে কবি হওয়া যায় না: অ্যাটর্নি জেনারেল

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কবিতার বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম (ডান থেকে দ্বিতীয়)/ ছবি: বার্তা২৪.কম

কবিতার বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম (ডান থেকে দ্বিতীয়)/ ছবি: বার্তা২৪.কম

পরিপাটি মানুষ হলে কবি হওয়া যায় না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় বাংলা একাডেমির বইমেলা প্রাঙ্গণে সাইদুল হাসানের ‘শব্দ বুনন’ কবিতার বইয়ের মোড়ক উন্মোচনকালে এ মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল।

বিজ্ঞাপন

তিনি বলেন, কবিরা হন সাধারণ মানুষের থেকে আলাদা। তাদের জীবনধারাও হয় অন্যরকম। পরিপাটি জীবনের মানুষরা কখনো কবি হতে পারেন না। কবিদের জীবন হয় এলোমেলো। সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয় তাদের। তাহলেই সুন্দর লেখা আসে। দুঃখে থাকলে কবিতা ভালো হয়।’ এ সময় অ্যাটর্নি জেনারেল ‘শব্দ বুনন’ কবিতার বইটির প্রশংসা করেন।

লেখক সাইদুল হাসান বলেন, ‘শব্দ বুননের মধ্য দিয়ে আমি কবিতার মধ্যেও পাঠকদের একটু ভিন্ন স্বাদ দেওয়ার চেষ্টা করেছি। আর এটি একদমই সত্য যে খুব পরিপাটি জীবনের মানুষ কবি হতে পারেন না।’

চলছে অমর একুশে বইমেলা। পুরো ফেব্রুয়ারি মাসজুড়ে চলবে বাঙালির প্রাণের মেলা বইমেলা। প্রতিদিন লেখকদের বইয়ের মোড়ক উন্মোচন হচ্ছে। শুক্রবার ছুটির দিন হওয়ায় দিনের শুরু থেকেই দর্শনার্থীদের ভিড় ছিলো চোখে পড়ার মতো।