আনু আশরেফার কবিতার বই 'প্রিয় অনুরাধা' বইমেলায়

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

'প্রিয় অনুরাধা' কবিতার বইয়ের প্রচ্ছদ/ ছবি: সংগৃহীত

'প্রিয় অনুরাধা' কবিতার বইয়ের প্রচ্ছদ/ ছবি: সংগৃহীত

অমর একুশে গ্রন্থমেলা-২০১৯ তে প্রকাশিত হয়েছে কবি আনু আশরেফার প্রথম কবিতার বই 'প্রিয় অনুরাধা'। 'একা রঙা এক ঘুড়ি' প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হয়েছে।

লেখা লেখির বিষয়ে আনু আশরেফা বার্তা২৪.কমকে বলেন, ‘আমার ছেলের কারণে অনেক রাত জাগতে হয়। এই রাত জাগা থেকে এক সময় লিখালিখি শুরু করি। তবে এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত লিখালিখি করা হত বিভিন্ন সাহিত্যিক গ্রুপে। এখান থেকেও লিখালিখির বিষয়ে উৎসাহ পেয়েছি।’

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Feb/07/1549558318460.jpg

কবিতার প্রতি নিজের আগ্রহের কথা জানিয়ে তিনি বলেন, ‘কবিতা আমার মন থেকে আসে। অন্যকিছু লিখার ইচ্ছা আছে, এর জন্য অভিজ্ঞতার প্রয়োজন। তবে একটি গল্পের বই লিখার ইচ্ছাও আছে।’

নিজের প্রথম কবিতার বই প্রসঙ্গে আনু আশরেফা বলেন, ‘অনুরাধা সম্পূর্ণ কাল্পনিক একটি চরিত্র। ব্যর্থ প্রেমের গল্প থেকে অনুরাধা চরিত্রটি তৈরি হয়েছে। ভালোবাসার মানুষকে না পাওয়ার বিরহের প্রকাশ এই বইয়ের কবিতাগুলোতে স্থান পেয়েছে।’

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Feb/07/1549558348491.jpg

অমর একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৩৪ নম্বর স্টল 'একা রঙা এক ঘুড়ি' প্রকাশনীতে 'প্রিয় অনুরাধা' বইটি পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, আনু আশরেফার জন্ম ১৯৮৬ সালের ২৬ অক্টোবর লালমনিরহাট জেলার সদর উপজেলার আমবাড়ি গ্রামে। ২০০৩ সালে বড়বাড়ি শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০০৫ সালে রাজশাহী নিউ গব. ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান স্নাতকোত্তর সম্পন্ন করেন।