বিনয় মজুমদার: ইকবাল হাসান  

  • ইকবাল হাসান  
  • |
  • Font increase
  • Font Decrease

বিনয় মজুমদার।

বিনয় মজুমদার।

দুই পাহাড়ের মধ্য পথে উড়াল দেওয়া পাখি

ঘুমের মধ্যে স্বপ্নে তাকে দুহাত তুলে ডাকি

বিজ্ঞাপন

একহাত তখন নিম্নগামী অন্যহাতটি কোথায়

শরীর খুঁজতে বেড়িয়ে গেছে উদাস লেনের মাথায়

রাত্রি তখন কটা হবে? ঘুমিয়ে কলকাতা

সত্যি কথা বলতে গেলে লোকে বলবে যা তা

 

পাখির কথা একটু আগে বলেছি, বিস্ময়

নিম্নগামী হাতটি শেষে চাঁদে স্থির হয়

তাতে আগুন জ্বলে ওঠে শরীর ও ভাবনায়

তিনটি রাত্রি ভস্ম হলো পাকশি ও পাবনায়

ভস্ম রাত্রি নীলমোহনায় তীব্র হাহাকার

চাঁদে আগুন জ্বালিয়ে দিলেন বিনয় মজুমদার।