সরকার পতনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

  • ডিস্ট্রিক করেসপন্ডেন্ট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ঠাকুরগাঁও: আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমরা দেখেছি দলীয় সরকারের অধীনে কখনো নির্বাচন সুষ্ঠু হয়নি, হতে পারে না।’

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর হতে চলল। অথচ আমরা এখনও এমন একটি সুষ্ঠু রাজনৈতিক প্রক্রিয়া তৈরি করতে পারিনি। যার মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে সরকারের পরিবর্তন হয়।’

তিনি বলেন, ‘বাংলাদেশে নির্বাচন আসলেই রাজনীতি একটা সংকটের সৃষ্টি হয়। এর কারণ হল আমরা সুষ্ঠু রাজনৈতিক অবস্থা তৈরি করতে পারি নাই। গত ২০১৪ সালের নির্বাচনে মূল দল বিএনপিসহ প্রায় ৪২টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি। অংশ না নেয়ার পেছনে কারণ ছিল একতরফা ভাবে কেয়ারটেকার গভর্নমেন্ট ব্যবস্থা তুলে দেয়া। এর ফলে রাজনৈতিক দলগুলোর উপর আস্থার অভাব থেকেই গেল। অথচ কেয়ারটেকার গভর্নমেন্ট আওয়ামী লীগের দাবি ছিল। ক্ষমতায় এসে তারা এটাকে বাদ দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে আসল।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আমিন, অর্থ বিষয়ক সম্পাদক শরিফ, ছাত্রদলের সভাপতি কায়েস, যুবদলের সভাপতি আবু নূর প্রমুখ।