‘সরকারবিরোধী কোনো আন্দোলন সফল হবে না’: কাদের
ঢাকা: সরকারবিরোধী কোনো আন্দোলন সফল হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার (১৫ আগস্ট) ধানমন্ডির ৩২ নম্বরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এর আগে সাড়ে সকাল সাড়ে ছয়টা বঙ্গবন্ধুর প্রতিকৃতে প্রথম শ্রদ্ধা নিবেদন করেনরাষ্ট্রপতি আবদুল হামিদ। এরপর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরেই সর্বস্তরের জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় ৩২ নম্বর।
ওবায়দুল কাদের বলেন, জাতীয় সংবাদ নির্বাচনে বিএনপি যাবে কি-না এটা তাদের বিষয়। তবে সরকার বিরোধী কোনো আন্দোলন সফল হবে না। কারণ যে কোনো যৌক্তিক দাবি মেনের নেওয়ার সৎ সাহস শেখ হাসিনা সরকারের আছে।
তিনি বলেন, সরকার বিরোধী যে কোনো চক্রান্ত রুখে সাম্প্রদায়িক শক্তিকে রুখে দিয়ে এগিয়ে যাবে আওয়ালীগ।
বিএনপি চেয়ারপারসনের মুক্তির বিষয়ে কাদের বলেন, খালেদা জিয়ার মুক্তির বিষয়টি সম্পূর্ণ আইনের। তার ভাগ্য নির্ধারণ করবে আদালত।সরকারের কোনো হাত নেই।