প্রতিষ্ঠাবার্ষিকীতে সোহরাওয়ার্দীতে সমাবেশ করতে চায় বিএনপি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

 

ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পহেলা সেপ্টেম্বর রাজধানীর সোহরাওয়ার্দীত অথবা নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে দলটি।

বিজ্ঞাপন

সমাবেশের অনুমতি পেতে ডিএমপিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেয়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

মঙ্গলবার (১৪ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয় আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

তিনি বলেন, পহেলা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় এবং সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিতে চিঠি দেয়া হবে। এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও চিঠি দেয়া হবে। দুটি স্থানের যেখানেই অনুমতি পাবো, সেখানেই সফল সমাবেশ করবো। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদেরকে সমাবেশের অনুমতি দিবে।

এছাড়া ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ১১ টায় এবং সন্ধ্যায় রাজধানীর গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে কারামুক্তি, আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলেও জানান রিজভী।

তিনি বলেন, অবিলম্বে বানোয়াট মামলা প্রত্যাহার করে ঈদের আগেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দিতে হবে।

রিজভী আরও বলেন, খালেদা জিয়া আত্মবিশ্বাসের সঙ্গে সরকারি অন্যায় মোকাবেলা করছেন। তাকে কারাগারে রেখে এদেশে একতরফা নির্বাচন হবে না। শূন্য কেন্দ্রে ভোটারবিহীন ইলেকশনের নামে সিলেকশন হতে দেয়া হবে না।