পুনরায় ভোটের দাবিতে বৃহস্পতিবার বিএনপির বিক্ষোভ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঢাকা: রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে সীমাহীন ভোট কারচুপির প্রতিবাদে এবং রাজশাহী ও বরিশাল সিটিতে পুনরায় ভোট গ্রহণের দাবিতে বৃহস্পতিবার সারাদেশে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি দিয়েছে বিএনপি।

মঙ্গলবার (৩১ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার (২ আগস্ট) রাজধানী ঢাকাসহ সারাদেশের মহানগরী ও জেলা পর্যায়ে এ কর্মসূচি পালিত হবে।

মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা দলের পক্ষ থেকে এ ফলাফল ঘৃণাভরে প্রত্যাখান করছি। এটা কোন নির্বাচনই হয়নি।

এসময় তিনি বিএনপিসহ তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এ কর্মসূচি সফল করতে আহ্বান জানান।