জনগ‌ণের নিরাপত্তা নি‌শ্চিত হয়নি: ড. এমাজউদ্দিন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বক্তব্য রাখছেন ড. এমাজউদ্দিন আহমদ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বক্তব্য রাখছেন ড. এমাজউদ্দিন আহমদ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

দে‌শে জনগ‌ণের নিরাপত্তা এখনও নি‌শ্চিত হয়‌নি ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ের (ঢা‌বি) সা‌বেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদ।

তি‌নি ব‌লেন, ‘মু‌ক্তিযু‌দ্ধে এদেশের মানুষ যতটুকু অর্জন ক‌রে‌ছে, তা থে‌কে একটুও এগোয়নি বরং পি‌ছি‌য়ে‌ছে অ‌নেক। এবা‌রের নির্বাচন‌কে ৩০ ডি‌সেম্বর না ব‌লে ২৯ ডি‌সেম্বর বল‌াই ভা‌লো। এবার নির্বাচ‌নের না‌মে মস্ত বড় প্রহসন হয়েছে। সে‌দিন এক দুঃস্বপ্ন জা‌তি দে‌খে‌ছে।’

বিজ্ঞাপন

শ‌নিবার (১৩ জুলাই) ‘গণতন্ত্র ও খা‌লেদা জিয়ার মু‌ক্তির দাবিতে আইনজীবী আন্দোলন’ ব্যানারে বিএন‌পিপন্থী আইনজীবী‌দের প্রতী‌কী অনশনে সংহ‌তি প্রকাশ ক‌রে এসব কথা ব‌লেন তিনি।

যারা অন্যায়ভা‌বে ক্ষমতা‌ আঁক‌ড়ে ধ‌রে রাখে, তা‌দের প‌রিণতি ভালো হয় না বলে মন্তব্য করে তিনি ব‌লেন, ‘আমরা দে‌খি, দুই কো‌টি টাকা‌কে কেন্দ্র ক‌রে খালেদা জিয়া‌কে আট‌কে রাখা হ‌য়ে‌ছে। ওই দুই কো‌টি টাকার এক‌টি টাকাও অপচয় হয়‌নি। বরং ওই টাকা বে‌ড়ে সাত কো‌টি হ‌য়ে‌ছে। অথচ হাজার হাজার কো‌টি টাকা যারা মে‌রে‌ছে, তা‌দের সঙ্গে নি‌য়ে চল‌ছেন প্রধানমন্ত্রী।’

এ সময় সুপ্রিমকোর্টের সি‌নিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘দেশে ন্যায় বিচার আজ ভূলুণ্ঠিত। মিথ্যা মামলা দিয়ে জুলুম, নির্যাতন করা হচ্ছে। আইনের শাসন ও মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য আইনজীবীদের দায়িত্ব রয়েছে। খা‌লেদা জিয়ার না‌মে যেসব মিথ্যা মামলা রয়েছে, সেগুলো প্রত্যাহ‌া‌র ক‌রে তা‌কে মু‌ক্তি দিন। তা না হলে দে‌শে একটা গণবিস্ফোরণ হ‌বে। সেই বি‌স্ফোর‌ণে সরকা‌রের পতন হ‌বে। আজ‌কের অনশন সারা বাংলার মানু‌ষের আকাঙ্ক্ষার প্র‌তিফলন। আ‌মি দা‌বি জানাই, খালেদা জিয়ার সব মামলা স্থগিত করা হোক এবং তার সু‌চি‌কিৎসার ব্যবস্থা করা হোক।’

এতে সভাপতিত্ব করেন ‘গণতন্ত্র ও খা‌লেদা জিয়ার মু‌ক্তির দাবিতে আইনজীবী আন্দোলন’ কমিটির সভাপ‌তি অ্যাডভোকেট তৈবুর আলম খন্দকার। এ সময় আরও বক্তব্য দেন বিকল্প ধারার মহাস‌চিব শাহ আহ‌মেদ বাদল, অ্যাডভোকেট গিয়াস উদ্দীন আহ‌মেদ, ব্যা‌রিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রমুখ।