ইসির সঙ্গে সংলাপে বিএনপি

  • সেন্ট্রাল ডেস্ক ১
  • |
  • Font increase
  • Font Decrease

নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির সদস্য, উপদেষ্টা ও সিনিয়র যুগ্ম মহাসচিবসহ ১৬ সদস্যের প্রতিনিধি। রবিবার সকাল ১১টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে শুরু হওয়া এ সংলাপে ইসির পক্ষে নেতৃত্ব দিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। এছাড়া বৈঠকে উপস্থিত আছেন অপর চার নির্বাচন কমিশনার, ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ধারাবাহিকভাবে রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে এ সংলাপের আয়োজন করে। জানা গেছে, নির্বাচনের সাত দিন আগে বিচারিক ক্ষমতা দিয়ে সেনা মোতায়েন, সংসদ ভেঙে দেয়া, বিতর্কিত ইভিএম পদ্ধতি না রাখা, ২০০৮ সালের আগে সীমানা নির্ধারণ আইন কার্যকর করাসহ অন্তত ১৬টি প্রস্তাব তুলে ধরবে বিএনপি। নির্বাচনকালীন সহায়ক সরকার প্রসঙ্গটি নিয়েও কথা বলবে বিএনপি। তবে এ নিয়ে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব দেবে না দলটি। এ সংলাপে ইসির কাছ থেকে কোনো প্রত্যাশা করছেন না বিএনপি নেতারা। এ প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা এতদিন ধরে যা বলে আসছি তা-ই ইসির সংলাপে লিখিত আকারে উপস্থাপন করব। এ নিয়ে তারা কীভাবে রি-অ্যাক্ট করে, সেটা তাদের দায়িত্ব। বিএনপির লিখিত বক্তব্য সংলাপ শেষে সাংবাদিকদেরও দেয়া হবে বলে জানান মির্জা ফখরুল।