খালেদাকে ওকালতনামায় সই করতে না দেওয়ার অভিযোগে নোটিশ

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মামলা পরিচালনার জন্য ওকালতনামায় সই করতে না দেওয়ার অভিযোগে লিগ্যাল নোটিশ দিয়েছেন তার আইনজীবীরা।

মঙ্গলবার (৯ জুলাই) স্বরাষ্ট্র সচিবসহ পাঁচজনকে এ নোটিশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

নোটিশে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ওকালতনামায় স্বাক্ষর করতে না দেওয়া হলে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। নোটিশটি পাঠিয়েছেন খালেদা জিয়ার অন্যতম আইনজীবী ব্যারিস্টার কায়সাল কামাল।

পুলিশের আইজি, আইজি প্রিজন, ঢাকা জেলা প্রশাসক ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সুপারিন্টেন্ডেন্ট বরাবর রেজিস্ট্রি করে এ নোটিশ পাঠানো হয়।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘খালেদা জিয়ার কাছে কারা কর্তৃপক্ষ ওকালতনামা সরবরাহ করছে না। বার বার চেষ্টা করেও আমরা ব্যর্থ হয়েছি। কারাগারে থাকা অন্য সব বন্দী ওকালতনামায় সই করতে পারলে সাবেক প্রধানমন্ত্রীকে কেন দেওয়া হবে না? ওকালতনামায় সই করতে না দিয়ে তার সাংবিধানিক ও আইনগত অধিকার ক্ষুণ্ন করা হচ্ছে।’