কারামুক্ত হলেন যুবদল নেতা টুকু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সুলতান সালাহ উদ্দিন টুকু, ছবি: সংগৃহীত

সুলতান সালাহ উদ্দিন টুকু, ছবি: সংগৃহীত

বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু প্রায় ১৩ মাস কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন।

সোমবার (১ জুলাই) রাত সোয়া ৮টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান বলে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। 

বিজ্ঞাপন

তিনি বার্তা২৪.কমকে বলেন, ‘রাত সোয়া ৮টার দিকে সুলতান সালাহ উদ্দিন টুকু কারাগার থেকে বের হয়ে বাসার দিকে রওনা দিয়েছেন।’

উল্লেখ্য, গত বছরের ১২ জুন রাতে টুকুকে উত্তরার বাসা থেকে গ্রেফতার করে রিমান্ডে নেয় পুলিশ। এরপর তাকে কাশিমপুর কারাগার, পরে মুন্সিগঞ্জ কারাগার হয়ে সর্বশেষ কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছিল। যুবদলের এই নেতার বিরুদ্ধে প্রায় শতাধিক মামলা রয়েছে। সকল মামলায় জামিন পাওয়ার পরে আজ মুক্তি লাভ করেন।