নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি ফখরুলের

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বক্তব্য রাখছেন মির্জা ফখরুল, ছবি: বার্তা২৪.কম

বক্তব্য রাখছেন মির্জা ফখরুল, ছবি: বার্তা২৪.কম

একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর‌।

তিনি বলেন, ‘আমরা খুব স্পষ্ট করে এই সরকারকে বলতে চাই, অবিলম্বে এই নির্বাচন বাতিল করুন। বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায়, জনগণ তাদের ন্যায্য দাবি আদায় করে নেবে।’

বিজ্ঞাপন

রোববার (২ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় ন্যাশনাল রিসার্চ সেন্টার (এন আর সি) আয়োজিত 'আঁধারের সাথে দ্বন্দ্ব' শীর্ষক স্মৃতি স্মারক ও দেয়ালিকা প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘১৯৭১ সালে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। এখন কি আমরা বাংলাদেশকে স্বাধীন বলতে পারবো? পারি না, কারণ বাংলাদেশ এখন নতজানু হয়ে গেছে। গণতন্ত্র অর্জন করেছিলাম ১৯৭৫ সালে, নতুন করে ধ্বংস করে দেওয়া হয়েছে। মূল্যবোধগুলো একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। স্বাধীন বিচার বিভাগ কোথায়? কিচ্ছু নেই।’

এখন অত্যন্ত দুঃসময়, একটা সংকট কাল চলছে-মন্তব্য করে তিনি বলেন, ‘এই সংকট কালকে অনেকে বলে বিএনপির সংকট। আসলে এটা বিএনপির কোনো সংকট নয়। এই সংকট সমগ্র জাতির। বাঙালি জাতি তার সমস্ত অর্জন হারিয়ে ফেলছে।’

বিএনপির মহাসচিব আরও বলেন, ‘দলকে টিকিয়ে রাখা ও জাতিকে টিকিয়ে রাখার মূলমন্ত্রটিই হলো জাতীয়তাবাদ। সুতরাং বাংলাদেশের জাতীয়তাবাদের বাইরে অন্য কিছু চিন্তা করাটা আমাদের জন্য ভুল হবে।’

‘আজ যিনি গণতন্ত্রের সংগ্রামের জন্য কারাগারে আছেন তাকে মুক্ত করতে হবে। যারা জিয়াউর রহমানকে ভালোবাসি, রাজনীতি ভালোবাসি, জাতীয়তাবাদ বিশ্বাস করি, আমাদের দায়িত্ব হচ্ছে জনগণকে সম্পৃক্ত করে খালেদা জিয়াকে মুক্ত করা,’ যোগ করেন ফখরুল।

এনআরসির সভাপতি বাবুল তালুকদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।