সহায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি মির্জা ফখরুলের

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

চিকিৎসা সেবা উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছবি: বার্তা২৪.কম

চিকিৎসা সেবা উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছবি: বার্তা২৪.কম

সহায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একই সঙ্গে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে নেতাকর্মীদের শপথ নেওয়ারও আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ মে) বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকীতে দলের অন্যতম সহযোগী সংগঠন ডক্টর’স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত বিনামূল্যের চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এ আহ্বান জানান।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এখানে মেডিসিন, সার্জারি, চর্মরোগ, চোখ, নাক-কান-গলা এবং শিশু রোগের প্রাথমিক চিকিৎসা ও ব্যবস্থাপত্র দেন দেশের খ্যাতনামা চিকিৎসকেরা। সেই সঙ্গে কিছু ওষুধও দেওয়া হয় এসময়।

ড্যাবের সভাপতি ডা. হারুনুর রশিদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ড্যাবের মহাসচিব আব্দুস সালামসহ ড‍্যাবের কেন্দ্রীয় নেতারা।