মায়ের সান্নিধ্য সন্তানকে যোগ্য হিসেবে গড়ে তোলে: ফখরুল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মির্জা ফখরুল ইসলাম আরমগীর / পুরনো ছবি

মির্জা ফখরুল ইসলাম আরমগীর / পুরনো ছবি

সত্য, সম্মান ও আত্মমর্যাদার জন্য, মায়ের সান্নিধ্য একজন সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ‘একজন মা অনেক শক্তির আঁধার। অথচ সন্তানের জন্য অনেক কষ্ট মুখ বুজে সহ্য ও অসীম ত্যাগ স্বীকার করেন মায়েরা।’

বিজ্ঞাপন

আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে শনিবার (১১ মে) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশসহ বিশ্বের সকল মায়ের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমি তাদের অব্যাহত সুখ ও সৃমৃদ্ধি কামনা করি। মা শব্দটি ছোট হলেও এর পরিধি বিশাল। মা একটি পবিত্র শব্দ, তাঁকে যে ভাষায় সম্বোধন করা হোক না কেন, সর্বকালে সর্বক্ষেত্রে দেশ ও কালের সীমানা অতিক্রম করে তাদের আত্মত্যাগ ও ভালবাসার রূপ অভিন্ন। সন্তানদের জন্য কঠিন ত্যাগ স্বীকার কেবল মায়েদের পক্ষেই সম্ভব।’

বাণীতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে 'গণতন্ত্রের মা' হিসেবে উল্লেখ করে দলটির এই নেতা বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়াকে আজ প্রতিহিংসার বিচারে পরিত্যক্ত একটি নির্জন কারাগারে বন্দী করে রাখা হয়েছে। কেড়ে নেওয়া হয়েছে মানুষ হিসেবে তাঁর সকল মানবাধিকার। অথচ আর্থিক ও সামাজিক অগ্রগতিতে দেশে তার অবদান কিংবদন্তিতুল্য।’

খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা ও নিঃশর্ত মুক্তি দাবি করেন মির্জা ফখরুল।