বিএনপি নির্বাচনে আসবে ‘বডি ল্যাংগুজে’ মনে হচ্ছে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

বিএনপি এবারের নির্বাচনে আসবে মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, তাদের (বিএনপি) বডি ল্যাংগুজ দেখে মনে হচ্ছে, তারা নির্বাচনে আসবেন।

শুক্রবার(২ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে সন্ধানী কেন্দ্রীয় পরিষদ ও সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি।

সংলাপের পরিবেশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনারা যে কয়েকজন এসেছেন, খোলা মনে বলেন, যা ইচ্ছা তাই বলবেন। একবারে খোলাখুলি হৃদয়ে বলেন। সবাই আলোচনা করেছেন। কেউ যদি আরও বলতে চান আরও বলেন।’

তিনি  বলেন, তারা ( ঐক্যফ্রন্ট) সাত দফা কথা বলেছেন, তাদের নেত্রীর মুক্তির কথা বলেছেন। কিন্তু আমরা বলেছি- সংবিধানের মধ্যেই বলেন। সরকার  থাকাকালে ইলেকশন হবে। এভাবে ইলেকশন ইউরোপ, ভারতে হয়েছে, মালেশিয়া হয়েছে ; এ কথা আমরা তাদের বার বার বলেছি।’

তিনি আরও বলেন, তিনি( প্রধানমন্ত্রী শেখ হাসিনা) বলেছেন, কারো বিরুদ্ধে গায়েবি মামলা হয়ে থাকে; মিথ্যা মামলা হয়েছে থাকে ; তালিকা দেন; মিথ্যা মামলা হয়েছে কিনা আমরা বিচার করব।’

নির্বাচন সুষ্ঠু অবাধ হবে বলেও আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়ে তিনি বলেন, ‘ইলেকশন ফেয়ার হবে; ভয়ের কোন কারণ নেই। বিশ্বাস করেন আসেন। নির্বাচনে কোন কারচুপি হবে না। এখন বলছি নির্বাচনে আসেন। আর কয়েকদিন পর শিডিউল ঘোষণা করা হবে। জনগণ যদি রায় দেয় আপনারা থাকবেন। জনগণকে রায় দেয়ার সুযোগ দেন, জনগণ যাকে রায় দেবে তাদের কেউ দমায় রাখতে পারবে না।’

অন্যদের মধ্যে বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, সন্ধানী কেন্দ্রীয় চক্ষুদান সমিতির সভাপতি অধ্যাপক ডা.  এ কে এম সালেক ও মহাসচিব ডা. মো: জয়নাল আবেদিন, সন্ধানীর কেন্দ্রীয় পরিষদের সভাপতি মুশফিক উল মুকিত ও সাধারণ সম্পাদক কে এম আব্দুল্লাহ আল মুঈদ ।