এবার সংলাপ চেয়ে প্রধানমন্ত্রীকে এরশাদের চিঠি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতীয় পার্টি নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোট একাদশ সংসদ নির্বাচন নিয়ে সংলাপ চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছে।

হুসেইন মুহম্মদ এরশাদ স্বাক্ষরিত চিঠিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়ে যান এরশাদের প্রেস ও পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায়।

বিজ্ঞাপন

বুধবার (৩১ অক্টোবর)  বেলা সাড়ে ১১টায়  চিঠিটি পৌঁছে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি-১ এই চিঠি গ্রহণ করেছেন বলে সুনীল শুভরায় বার্তা২৪.কমকে নিশ্চিত করেন।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Oct/31/1540974381469.jpg

জাতীয় একাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে সংলাপের সুবাতাস বয়ে যাচ্ছে। এর আগে ২৮ অক্টোবর গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন সংলাপ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি প্রদান করেন।  জাতীয় ঐক্যফ্রন্টের এ আহ্বানে সাড়া দিয়ে ২৯ অক্টোবর ড. কামাল হোসেনসহ ঐক্যফ্রন্টের নেতাদের ১ নভেম্বর গণভবনে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।

৩০ অক্টোবর বিকল্পধারার চেয়ারম্যান ড. একিউএম বদরুদ্দোজা চৌধুরী প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের আগ্রহ প্রকাশ করে চিঠি প্রদান করেন। তার আহ্বানে সাড়া দিয়ে বিকল্পধারার চেয়ারম্যানকে ২ নভেম্বর গণভবনে সংলাপের জন্য আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। এরপরেই আজ জাতীয় পার্টির নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোট সংলাপ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি প্রদান করলো।