ইসিতে যাওয়ার সিদ্ধান্ত বাতিল ঐক্যফ্রন্টের

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

নির্বাচন কমিশনে (ইসি) প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ঘোষিত বৈঠক বাতিল করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। সোমবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সভা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এ কথা জানিয়েছেন।

ঐক্যফ্রন্টের বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরে মওদুদ আহমদ বলেন, ‘ঐক্যফ্রন্টের আহ্বানে সাড়া দিয়ে সংলাপে আমন্ত্রণ জানানোর ইচ্ছা প্রকাশ করেছেন তাঁরা, আমরা প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। সংলাপের স্থান-কাল জানানো হলে অবশ্যই সাড়া দেবো।’

বিজ্ঞাপন

মওদুদ বলেন, ‘খালেদা জিয়ার আজ যে রায় হয়েছে, তা ন্যায়বিচারের পরিপন্থী। আশা করি, সরকার তার জামিনের সব বাধা দূর করে দ্রুত মুক্তি দেবেন বলে মনে করেন ঐক্যফ্রন্টের নেতারা।’

রোববার ও সোমবার সরকারি মন্ত্রীদের সংগঠনের ডাকা পরিবহণ ধর্মঘটে দুর্ভোগ সৃষ্টির প্রতিবাদ জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

বিএনপি নেতা আরও বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে সংলাপে যেহেতু ইসির পুণর্গঠনের দাবি তোলা হবে সেহেতু আগামীকাল নির্বাচন কমিশনে যাচ্ছি না।’