জাতীয় ঐক্য হওয়ায় সরকার বিচলিত: মওদুদ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জাতীয় প্রেসক্লাবে ইয়ুথ ফোরামের অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ব্যারিস্টার মওদুদ আহমদ/ ছবি: বার্তা২৪.কম

জাতীয় প্রেসক্লাবে ইয়ুথ ফোরামের অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ব্যারিস্টার মওদুদ আহমদ/ ছবি: বার্তা২৪.কম

একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হওয়ায় সরকার বিচলিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

তিনি বলেন, ‘এই সরকার বুঝতে পেরেছে যে এই ঐক্যের মাধ্যমে সরকারের পতন হবে। এজন্য ঐক্য হওয়ায় সরকারের আঁতে ঘা লেগেছে।’

বিজ্ঞাপন

শুক্রবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত 'খালেদা জিয়ার মুক্তি, সংসদ ভেঙে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সংকট সমাধানের একমাত্র পথ' শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

মওদুদ আহমেদ বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর থেকে সরকারকে বিচলিত হতে দেখেছি। এতেই প্রমাণিত হয় যে, তারা ঐক্যকে ভয় পেয়েছে। তা নাহলে এতো আলোচনা করবে কেন?’

তিনি বলেন, ‘ঐক্যের মাধ্যমে সরকারের পতন হবে। সিলেটে জনসভার অনুমতি চেয়েছিলাম কিন্তু অনুমতি দেয়নি। সরকারি দল প্রচারণা চালাচ্ছে অথচ অন্যদের সুযোগ দিচ্ছে না।’

বিএনপি’র এ নেতা বলেন, ‘দেশে সুষ্ঠু নির্বাচন হলে বর্তমান সংসদের একজন সদস্যও নির্বাচিত হতে পারবে না। এ জন্য তারা ভয় পায়। দেশের মানুষ কি বুঝে না যে, এই সরকার সুষ্ঠু নির্বাচন চাই না।’

বিএনপি ক্ষমতায় এলে লাশ পড়বে আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের প্রতিবাদে তিনি বলেন, ‘ভয় পাচ্ছেন কেন? এ সমস্ত কথা কেনো বলছেন? আমরা তো এমন কথা বলছি না। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী না।’

বাংলাদেশ ইয়ুথ ফোরামের উপদেষ্টা সাইদ আহমেদ আসলামের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান প্রমুখ।