‘ঐক্যফ্রন্ট অস্বাভাবিক সরকার আনার চেষ্টা করছে’- তথ্যমন্ত্রী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় নির্বাচনের আগে ঐক্যফ্রন্টের সাত দফার সারকথা একটি অস্বাভাবিক সরকার আনার প্রচেষ্টা বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। 

তথ্যমন্ত্রী বলেন, ‘যুক্তফ্রন্টের সাত দফা প্রস্তাব গণতন্ত্রকে জিম্মি করে সব ধরনের অপরাধীদের মুক্ত করা, পুনর্বাসন করার একটি ব্যবস্থা। এটা জোট নয় ঘোট। ঘোট পাকানোর মধ্য দিয়ে দেশে একটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করছে তারা।’

বিজ্ঞাপন

রোববার (১৪ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

হাসানুল হক ইনু বলেন, ‘ঐক্যফ্রন্টের দাবি সেনাবিহানীকে বিতর্কিত করা ও রাজনীতিতে প্রবেশ করার প্রস্তাব। ভোটের আগে অস্বাভাবিক সরকার আনা, যার কোন সাংবিধানিক ভিত্তি নেই। তাদের প্রস্তাবের অন্যতম সারকথা শেখ হাসিনার সরকারকে মাইনাস করা।’

ঐক্যফ্রন্ট গণতান্ত্রিক পন্থায় আন্দোলন করলে সরকার স্বাগত জানাবে উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করলে করবেন, আমরা তো নিয়মতান্ত্রিক আন্দোলনের পরিপন্থি নই। গণতান্ত্রিক আন্দোলন করতে কোন বাধা নেই।’

তথ্যমন্ত্রী বলেন, ‘ঐক্যফ্রন্টের সাত দফার মধ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু বিষয় বাদ দিয়েছেন, আবার কিছু বিষয় যোগ করেছেন। তারা বিএনপি-জামায়াতের বিষয়ে নীরব। বিএনপি মিমাংসিত বিষয় অমিমাংসিত করার মাস্টার প্লেয়ার।’