দুই শর্ত না মানায় জাতীয় ঐক্যফ্রন্টে নেই বিকল্পধারা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বারিধারার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে বি. চৌধুরী

বারিধারার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে বি. চৌধুরী

দুই শর্ত না মানায় বিকল্পধারা জাতীয় ঐক্যফ্রন্টে থাকছে না বলে ঘোষণা দিয়েছেন দলটির সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

তিনি বলেন, স্বাধীনতা বিরোধীদের সঙ্গ ত্যাগ না করায়, এবং জাতীয় সংসদে ভারসাম্যের ভিত্তিতে স্বেচ্ছাচারমুক্ত বাংলাদেশ গড়ার ব্যাপারে কোনো সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত বিএনপিকে এককভাবে ক্ষমতায় বসানোর জন্য কোনো চক্রান্তের সঙ্গে বিকল্পধারা সম্পৃক্ত হবে না।

বিজ্ঞাপন

শনিবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সা‌ড়ে ৬টায় বারিধারার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধের শক্তির বাইরে, মহান স্বাধীনতা বিরোধী তারা এখনো বিএনপির সঙ্গে আছে। তাদের বাদ দিয়ে আসতে হবে, পরিষ্কার কথা।

বি. চৌধুরী বলেন, বিএনপি ও ড. কামাল হোসেন আমাদের দুটি দাবি মানলে আমরা ঐক্য প্রক্রিয়ায় আছি।

তিনি বলেন, ভারসাম্যের রাজনীতি ছাড়া স্বেচ্ছাচার মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে না। তাই ভারসাম্যের রাজনীতির কথা বলছি। এবং স্বাধীনতা বিরোধীদের ছেড়ে আসতে হবে।

মাহি বি চৌধুরী বলেন, আমরা এখনও ঐক্যের সঙ্গে আছি। ঐক্য প্রক্রিয়াকে নষ্ট করতে একটি চক্র কাজ করছে। বিএনপিকে এককভাবে ক্ষমতায় বসানোর চক্রান্তের রাজনীতিতে আমরা নেই।