‘২১ আগস্ট বিএনপি'র সরকার-দলীয় সিদ্ধান্ত’- যুবলীগ চেয়ারম্যান

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা: যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, ‘২১ আগষ্ট গ্রেনেড হামলা ছিল বিএনপি-জামায়াত জোট সরকার ও তাদের দলীয় সিদ্ধান্ত। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বিএনপি জামায়াত জোটের শাসনামল একটি কলঙ্কজনক অধ্যায়।’

শুক্রবার (৫ অক্টোবর) বিকালে রাজধানীর ডেমরার কাজলা ব্রীজ এলাকায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ওমর ফারুক বলেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষের ওপর সীমাহীন নিপীড়ন-নির্যাতন, নারী ও সংখ্যালঘু নির্যাতনের সকল রেকর্ড অতিক্রম করে ফেলার সেই কালকে সময়ের ব্যবধানে হয়তো অনেকেই ভুলে গেছে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার ‘জনগণের ক্ষমতায়ন’ দেশের মানুষকে স্বপ্ন দেখতে শিখিয়েছে। স্বপ্নের অভিযাত্রায় সামিল করেছে। স্বপ্নচারী মানুষই অপ্রতিরোধ্য। আর রাষ্ট্রনায়ক শেখ হাসিনা হলেন স্বপ্নসারথী। জনগণের চিন্তার স্বাধীনতা দিয়েছেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, উন্নয়ন হলো স্বপ্নচারী মানুষের কর্মোদ্দীপনা।’

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Oct/05/1538752663088.jpg

একাদশ জাতীয় সংসদকে সামনে রেখে যুব সমাবেশ করে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। সমাবেশ বিভিন্ন ওয়ার্ড, থানা-পাড়া-মহল্লা থেকে নেতাকর্মীরা ঢাকঢোল বাজিয়ে সমাবেশে যোগ দেন। হাতি-ঘোড়ার পিঠে চেপেও সমাবেশে উপস্থিত হতে দেখা গেছে অনেককে। উৎসবমুখর পরিবেশে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান নিয়ে সমাবেশে যোগ দেন তারা।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে ও দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার পরিচালনায় যুব সমাবেশে আরো বক্তব্য রাখেন সাংসদ হাবিবুর রহমান মোল্লা, যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, যুবলীগ নেতা নুরন্নবী চৌধুরী শাওন, আমির হোসেন গাজী, কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের আনোয়ার ইকবাল, নাজমুল হোসেন, মিজানুর রহমান, গাজী সারোয়ার  হোসেন, মাকসুদুর রহমান, ইব্রাহিম খলিল, আরমান হক, এমদাদুল হক, ওমর শরীফ, খন্দকার আরিফুজ্জামান প্রমুখ।