‘নির্বাচনে প্রতিদ্বন্দ্বীর অভাব হবে না’: ওবায়দুল কাদের

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন ওবায়দুল কাদের/ ছবি: বার্তা২৪.কম

সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন ওবায়দুল কাদের/ ছবি: বার্তা২৪.কম

আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বীর অভাব হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনের তারিখ ঘোষণা করা হলে অনেকেই নির্বাচনে অংশ নেবে। আমার বিশ্বাস সবাই নির্বাচনে অংশ নেবে। পথ খোলা আছে, বিএনপি নির্বাচনে অংশ না নিলে যুক্তফ্রন্ট অংশ নেবে না সেটা মনে করার কোন কারণ নেই। খোঁজ খবর আমাদের কাছেও আছে। আমরা তাদের (যুক্তফ্রন্ট) স্বাগত জানিয়েছি।’

বিজ্ঞাপন

নির্বাচন করা বিএনপির অধিকার উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনে অংশ নেওয়া কি দাওয়াত দিয়ে নিয়ে আসার কোন বিষয়? নির্বাচনে অংশ নেওয়া বিএনপির অধিকার। কেন তারা দয়ার দান মনে করছে? এটা তাদের গণতান্ত্রিক অধিকার। সরকারের পক্ষ থেকে কোন বাধা নেই।’

বিএনপি’র কর্মসূচিতে কোন বাধা দেওয়া হচ্ছে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘তারা সমাবেশের অনুমতি চেয়েছে, দেওয়া হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে মুক্ত মঞ্চ করবে, করুক। প্রধানমন্ত্রী বলেছেন প্রয়োজনে মাইকও সেট করে দেওয়া হবে।’

‘যার যা বলার, বলুক। অনুমতি আমাদেরও নিতে হতো। বিএনপির আমলে সভা করতে হলে আগের দিন রাত ১১টায় অনুমতি দিত। পার্টি অফিসের সামনেও অনুমতি দিত না। আমাদের সরকারি দলেরও সভা-সমাবেশ করতে পুলিশের অনুমতি নিতে হয়।’

তিনি বলেন, ‘প্রশাসনিকভাবে এই মুহূর্তে কোন বিশৃঙ্খলা বা গাফিলতি নেই। সচিবালয় বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রামে মুখর ছিল। সচিবালয় সারাদেশের মতোই শান্ত। কোন অস্থিরতা নেই। তাই নির্বাচনকালীন একটি শক্তিশালী সরকার গঠন করা হোক সেই বাস্তবতা এখানে নেই।’

বিএনপি ও তাদের সহযোগীরা দেশকে অশান্ত করার উস্কানি দিচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দেশ তো অশান্ত নয়। তাহলে শান্তির মধ্যে তারা অশান্ত জরুরি সরকার কেন চাইছে? এখানে কি এমন পরিস্থিতি যার জন্য তাদের বিশেষ সরকার দরকার?’

২০১৪ সালের নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে কেউ প্রশ্ন তোলেননি উল্লেখ করে তিনি বলেন, ‘কমনওয়েলথ ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সবচেয়ে গ্রান্ড শো হয়েছে ঢাকায়। যদি ঐ নির্বাচনের গ্রহণযোগ্যতা না থাকত তাহলে এখানে এসব সম্মেলনের গ্রান্ড শো হতো না।’

অক্টোবরের মধ্যেই নির্বাচনকালীন সরকার গঠন করা হবে বলেও জানান মন্ত্রী।