শুভমিতা আবারও..
বাংলাদেশের বিভিন্ন গানে প্রায় নিয়মিতই কন্ঠ দিচ্ছেন কলকাতার শুভমিতা।
তাকে আবারও পাওয়া গেলো নতুন একটি গানে।
গানটির সুর ও সংগীতায়োজনে আশরাফুল পাভেল। গেয়েছেনও তিনি শুভমিতার সঙ্গে।
যখন তুমি জানালার ওপাশে, মাঝে বাতাসের ঘন দেয়াল
কী যে ভালো লাগে আমার, করোনি কোনো খেয়াল
গানটির এমন কথা লিখেছেন এনায়েত ইসলাম।
ভিডিও আকারে গানটি প্রকাশ করবে দেশের শীর্ষস্থানীয় একটি প্রযোজনা প্রতিষ্ঠান।
পাভেল বললেন-
আমার বাড়ি বাংলাদেশের সিলেটে হলেও থাকি কানাডার মন্ট্রিয়ালে। গান করি ছোটবেলা থেকেই। কানাডায় আমার নিজস্ব স্টুডিও আছে। সেখানেই গানটিতে কণ্ঠ দিয়েছেন শুভমিতা। আগে থেকেই তার সঙ্গে আমার যোগাযোগ ছিলো। কাজটি তিনি খুব পছন্দ করেছেন। এমন একজন গুণী শিল্পীর জন্য গান বানানো এবং তার সঙ্গে গাইতে পারা আমার সংগীত ক্যারিয়ারের অনেক বড় অর্জন। আশাকরি গানটি সবাই পছন্দ করবেন।
উল্লেখ্য, কিছুদিন আগে সিএমভির ব্যানারে ‘অকারণে জ্বালাতন’ শিরোনামে পাভেলের একটি মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে। এতে তার সঙ্গে গেয়েছেন ভারতীয় গায়িকা পূজা চ্যাটার্জি। খান মাহির নির্মাণে গানটির ভিডিওতে মডেল হিসেবে ছিলেন নাদিয়া ও ইরফান সাজ্জাদ।