শিল্পী সমিতির নির্বাচন

এবার সভাপতি পদে লড়বেন মৌসুমী

  • বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মৌসুমী, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

মৌসুমী, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে গেল মে মাসে। নিয়ম অনুসারে, মেয়াদ শেষ হওয়ার ৩ মাসের মধ্যে তফসিল ঘোষণা করে নির্বাচন করে নতুন কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথা।

নিয়ম অনুসারে সেসব কিছু না হলেও জানা গেছে, চলতি মাসেই তফসিল ঘোষণা করা হবে শিল্পী সমিতির এবং অক্টোবরে হবে সমিতির নির্বাচন।

বিজ্ঞাপন

তবে এরই মধ্যে আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে লড়ার ঘোষণা দিয়েছেন চিত্রনায়িকা মৌসুমী। সম্প্রতি গণমাধ্যমে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন।

এবার সভাপতি পদে লড়বেন মৌসুমী

বিজ্ঞাপন

মৌসুমী বলেন, চলচ্চিত্র সংশ্লিষ্টদের আশ্বাস পেয়েছি। আমার ইচ্ছা আছে সব শিল্পী ও সহকর্মীর সহযোগিতা নিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করব। চলচ্চিত্রশিল্পীদের জন্য নতুন কিছু করতে চাই।

জানা গেছে, মৌসুমীর প্যানেলে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন সাইমন সাদিক। রিয়াজ, ফেরদৌসসহ অনেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন মৌসুমীর প্যানেল থেকে। 

এর আগে গত নির্বাচনে মৌসুমী সদস্যপদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। তবে পরবর্তী সময়ে তিনি পদত্যাগ করেন।