‌‌‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র বিচারক মৌসুমী-ফেরদৌস-ফারনাজ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সুমন শেখ- ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

সুমন শেখ- ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

এবারের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ এর বিচারকের দায়িত্ব পালন করবেন চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক ফেরদৌস ও বিউটি এক্সপার্ট ফারনাজ আলম। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এফডিসির ৮ নম্বর ফ্লোরে এক সংবাদ সম্মেলনে মাধ্যমে এমনটাই ঘোষণা দিয়েছে অনুষ্ঠানটির আয়োজক অমিকন এন্টারটেইনমেন্ট।

এসময় উপস্থিত ছিলেন- অমিকন এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, এক্সপার্ট প্রােভাইডারসের
ব্যবস্থাপনা পরিচালক অপু খন্দকার, এক্সোজারের সিইও সজীব রশীদ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে মৌসুমী বলেন, ‘বিচারকার্যে একটি সময় পর বিচারকদের স্বাধীনতা দেওয়া হয় না। আমার সততা আর ফেরদৌসের বুদ্ধিমত্তা দিয়ে এবার ভাল কিছু করতে চাই।’

আরও পড়ুন: বাংলাদেশে আসছেন সাবেক ‌‘মিস ওয়ার্ল্ড’ মানুষী ছিল্লার!

বিজ্ঞাপন

এদিকে ফেরদৌস বলেন, ‘এই প্রথম আমি আর মৌসুমী একসঙ্গে এমন বিচারকার্যে অংশ নিচ্ছি। আশা করি বির্তক মুক্ত একটি অনুষ্ঠান হবে।’

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ আয়ােজনটির ব্রডকাস্টিং পার্টনার হিসেবে যুক্ত হয়েছে দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলা।

প্রায় ৩০ হাজার প্রতিযােগী থেকে বাছাইপর্ব শুরু হতে যাচ্ছে আগামী ১৬ সেপ্টেম্বর। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ বিজয়ী ৪ অক্টোবর গালা ইভেন্টের মাধ্যমে সরাসরি লন্ডনে অনুষ্ঠিতব্য ‘মিস ওয়ার্ল্ড’-এর মূল মঞ্চে অংশগ্রহণ করবেন।