তারকাদের নিয়ে এসএ টিভির ঈদ আয়োজন ‘দি স্পাইস লাউঞ্জ’

  • বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘দি স্পাইস লাউঞ্জ’ অনুষ্ঠানের অতিথিরা

‘দি স্পাইস লাউঞ্জ’ অনুষ্ঠানের অতিথিরা

ঈদের বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। আর বিশেষ এই দিনটিকে কেন্দ্র করে তৈরি হয়েছে ৬ পর্বের বিশেষ রান্নার অনুষ্ঠান ‘দি স্পাইস লাউঞ্জ’। যেখানে দর্শকদের মজার মজার রান্না করে দেখাবেন ‘দি ওয়ে ঢাকা’র এক্সিকিউটিভ চিফ গ্রেগোরি গোমেজ।

ফারজানা বিথীর সঞ্চালনায় ‘দি স্পাইস লাউঞ্জ’-এ অংশগ্রহণ করেছেন চিত্রনায়ক শিপন মিত্র-আরজু, সঙ্গীতশিল্পী কর্ণিয়া-আনিকা, চিত্রনায়িকা তমা মির্জা-আইরিন সুলতানা।

বিজ্ঞাপন

খন্দকার শাহাদাত হোসেন প্রযোজিত ‘দি স্পাইস লাউঞ্জ’ ঈদের দিন থেকে ঈদের ৬ষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টায় এসএ টেলিভিশনে প্রচারিত হবে।