মান্নতে গৌরির ফটোশুট

  • বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গৌরি খান

গৌরি খান

ভারতের জনপ্রিয় ম্যাগাজিন ভোগের একটি ফটোশুটে অংশ নিয়েছেন গৌরি খান। তবে ফটোশুটের জন্য এবার কোন স্টুডিও বা দর্শনীয় স্থানকে বেছে নেয়নি গৌরি। এবারের শুটের জন্য নিজের বাড়ি ‘মান্নত’কেই প্রধান্য দিয়েছেন শাহরুখপত্নি।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/06/1565098407586.jpgমজার বিষয় হলো, ভোগের এই ফটোশুটের মাধ্যমে ‘মান্নত’-এর এমন কিছু অংশ দেখিয়েছেন যা আগে কেউ কখনও দেখেনি। আর প্রচ্ছদের নাম দেওয়া হয়েছে ‘মান্নত আনসিন দ্য হাউস দ্যাট গৌরি বিল্ট।’
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/06/1565098437332.jpgএরইমধ্যে ফটোশুটের বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শাহরুখ-গৌরি দম্পতি। এর ক্যাপশনে তারা লিখেছেন, ‘মান্নত আনসিন।’
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/06/1565098450029.jpg