আগস্টে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ শুরু

  • বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’-এর বিজয়ী জান্নাতুল ফেরদৌস এবং প্রথম ও দ্বিতীয় রানারআপ

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’-এর বিজয়ী জান্নাতুল ফেরদৌস এবং প্রথম ও দ্বিতীয় রানারআপ

সুন্দরী তরুণীদের জন্য সুখবর! আবারও শুরু হতে যাচ্ছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’। এই প্রতিযোগিতার আয়োজক অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী জানান, আগস্টের প্রথম সপ্তাহে থেকে চলবে এবারের আসর।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ বিজয়ী অংশ নেবেন বিশ্বসুন্দরীর মঞ্চে। প্রতিযোগিতার ব্যাপারে বিস্তারিত তথ্য জানাতে শিগগিরই একটি সংবাদ সম্মেলন করা হবে বলেও জানিয়েছেন স্বপন চৌধুরী।

বিজ্ঞাপন

২০২০ সালের ‘মিস ওয়ার্ল্ড’-এর ৭০তম আসর বসবে থাইল্যান্ডে। এই বছরের ১৪ ডিসেম্বর লন্ডনের এক্সেল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এর গ্র্যান্ড ফিনালে।

২০১৭ সাল থেকে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার জন্য বাংলাদেশের প্রতিনিধি নির্বাচনের কাজটি করছে অন্তর শোবিজ। যদিও গত দু’বারের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতা বেশকিছু কারণে সমালোচিত হয়।

২০১৭ সালে জেসিয়া ইসলাম ও গত বছর জান্নাতুল ফেরদৌস ঐশী বিশ্বসুন্দরীর মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

১৯৯৪ সালে প্রথমবারের মতো মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশ। এরপর ১৯৯৫, ১৯৯৬, ১৯৯৮, ১৯৯৯, ২০০০ ও ২০০১ সালে বাংলাদেশি তরুণীরা বিশ্বসুন্দরীর মঞ্চে গিয়েছিলেন। তারপর ১৬ বছরের বিরতি ভেঙে এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানো শুরু করে অন্তর শোবিজ।