একফ্রেমে জয়া-আদিত্য

  • বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জয়া আহসান ও বলিউড অভিনেতা আদিত্য রয় কাপুর

জয়া আহসান ও বলিউড অভিনেতা আদিত্য রয় কাপুর

বিশ্বকাপের সেমি ফাইনাল ম্যাচ দেখতে বর্তমানে লন্ডনের বার্মিংহামে অবস্থান করছেন অভিনেত্রী জয়া আহসান। সেখানেই জনপ্রিয় এই অভিনেত্রীর দেখা হলো বলিউড অভিনেতা আদিত্য রয় কাপুরের সঙ্গে।

শুধু দেখা নয়, দু’জনে একফ্রেমে বন্দিও হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে আদিত্যর সঙ্গে তোলা সেই ছবি শেয়ার করেছেন জয়া আহসান।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/11/1562856669974.jpgশেয়ার করা ছবিটির ক্যাপশনে জয়া আহসান লিখেছেন- ‘সেমি ফাইনাল।’ #ইংল্যান্ডভার্সেসঅস্ট্রেলিয়া #আইসিসিওয়ার্ল্ডকাপ২০১৯ #আদিত্যরয়কাপুর।

বিজ্ঞাপন

মাত্র দুই ঘণ্টায় ছবিটিতে পড়েছে প্রায় ২৩ হাজার লাইক। সেই সঙ্গে বয়ে যাচ্ছে কমেন্টের বন্যা।