জনপ্রিয় ডায়লগে এবার বিজ্ঞাপনে ডিপজল

  • বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মনোয়ার হোসেন ডিপজল, ছবি: সংগৃহীত

মনোয়ার হোসেন ডিপজল, ছবি: সংগৃহীত

এক সময়ের বাংলা সিনেমার জনপ্রিয় খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল। তার অভিনীত সিনেমার জনপ্রিয় সব ডায়লগ এখনো মানুষের মুখে মুখে। এবার এসব ডায়লগ দিয়ে একটি জনসচেতনতা মূলক বিজ্ঞাপনে অভিনয় করেছেন তিনি।

প্রাণ-আরএফএল গ্রুপের 'দেশ আমার দোষ আমার' শিরোনামে সামাজিক সচেতনতার ক্যাম্পেইনে সড়কে দুর্ঘটনা এড়াতে বার্তা প্রচারের বিজ্ঞাপনে দেখা যাচ্ছে তাকে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, রং সাইডে গাড়ি চালানো চালককে ‘ভাতিজা’ সম্বোধন করে ডিপজল বলছেন, 'কী ভাতিজা, নবাব হইছো, রং সাইডে গাড়ি চালাও, রাস্তা চেনো না। ফিডার খাও?' যা ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

উল্লেখ্য, ১৯৫৮ সালে মিরপুরের বাগবারিতে জন্মগ্রহণ করেন মনোয়ার হোসেন ডিপজল। চলচ্চিত্র পরিচালক মনতাজুর রহমান আকবরের হাত ধরে চলচ্চিত্রে আগমন ঘটে তার।

বিজ্ঞাপন

খলনায়ক চরিত্রে অভিনয়ের মাধ্যমে বেশ সাড়া ফেলেছিলেন এই অভিনেতা। তবে ২০০৮ সালে নায়ক মান্নার মৃত্যুর পর তার ক্যারিয়ারের সফলতা কমতে থাকে। এর বাইরে 'দাদীমা', 'চাচ্চু'সহ বেশ কিছু চলচ্চিত্রে ডিপজলকে ইতিবাচক চরিত্রে দেখা গেছে।