বিজয় টিভির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪
  • |
  • Font increase
  • Font Decrease

বিজয় টিভির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন শিক্ষা উপমন্ত্রী নওফেল / ছবি: সংগৃহীত

বিজয় টিভির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন শিক্ষা উপমন্ত্রী নওফেল / ছবি: সংগৃহীত

ষষ্ঠ থেকে সপ্তম বছরে পদার্পণ করেছে বেসরকারি টেলিভিশন বিজয় টিভি। এ উপলক্ষে শুক্রবার (৩১ মে) রাতে রাজধানীর বাংলা মোটরসংলগ্ন রুপায়ন টাওয়ারের ওয়াটার ফল কনভেনশন হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে চ্যানেলেটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৩০ মে) রাত ১২টার দিকে বিজয় টিভির নতুন লোগো উন্মোচন করেন চ্যানেলটির নির্বাহী পরিচালক নায়লা বারী।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/01/1559341438764.jpg
এ সময় উপস্থিত ছিলেন চ্যানেলটির উপদেষ্টা সূফী ফারক। এরপর অতিথিদের নিয়ে কেক কাটা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে যোগ দেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

এছাড়া অনুষ্ঠানে আরও অংশ নেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিশিষ্ট সাংবাদিকসহ চলচ্চিত্র ও নাট্য অভিনেতা, সঙ্গীতশিল্পী, প্রোডিউসার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিসহ সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা।