প্রথম ইসলামিক ওয়েব সিরিজ ‘দ্য পিস’

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘দ্য পিস’ ওয়েব সিরিজের দৃশ্য

‘দ্য পিস’ ওয়েব সিরিজের দৃশ্য

বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হলো ইসলামিক ওয়েব সিরিজ। নাম ‘দ্য পিস’। এটি নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন। শুক্রবার (৯ মে) উন্মুক্ত করা হয়েছে ওয়েব সিরিজটির টিজার।

ওয়েব সিরিজটি প্রসঙ্গে অনন্য মামুন বলেন, ‘ইসলাম ধর্ম নিয়ে এর আগে আমাদের দেশে কোনও ওয়েব সিরিজ নির্মাণ হয়নি। ইসলাম এবং আধুনিক জীবনের গল্প অবলম্বনে নির্মাণ করেছি এটি। সকল বয়সী দর্শকদের আশা করি ভালো লাগবে। যার মাধ্যমে ইসলামের আলো ছড়াবে দর্শক মনে, সেটাই প্রত্যাশা করছি।’

বিজ্ঞাপন

‘দ্য পিস’ এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, ইমতু রাতিশ, তুরিন ইসলাম, মৌ, শাহেদ আলী, মাসুম বাশার, মিলিসহ অনেকে।

শনিবার (১০ মে) অন্তর্জালে মুক্তি পাবে সিনেস্পটের ব্যানারে নির্মিত ওয়েব সিরিজটি। এছাড়াও ১০ পর্বের এই সিরিজটি দেখা যাবে ভিডিও স্ট্রিমিং সাইট সিনেস্পট অ্যাপ-এ।

বিজ্ঞাপন