বিজ্ঞাপনচিত্রে তাসকিন-সাবিলা

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অপো এফ-১১ প্র ‘র বিজ্ঞাপনচিত্রের দৃশ্য

অপো এফ-১১ প্র ‘র বিজ্ঞাপনচিত্রের দৃশ্য

প্রথমবার জুটি বেঁধে কাজ করলেন ক্রিকেটার তাসকিন ও ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। স্মার্টফোন ব্র্যান্ড ‘অপো’র একটি বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছেন এই তারকা জুটি।

বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে- পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে বিদেশি বন্ধুকে নিয়ে দেশে ফিরে আসে এক তরুণী। বাড়িতে পা দেওয়া মাত্রই বিদেশি সেই বন্ধুটি একে একে ঈদ আনন্দের নানা অনুষঙ্গ উপভোগ করে। প্রতিমুহূর্তে বন্ধুর এই চমকে যাওয়া অভিব্যক্তি লক্ষ্য করেই মেয়েটি প্রতিটি মুহূর্ত ধারণ করে নেয় তার অপো এফ-১১ প্রো ক্যামেরায়।

বিজ্ঞাপন

এফ-১১ প্রো কার্যকারিতা তুলে ধরা হয়েছে বিজ্ঞাপনচিত্রটিতে। ১৬ মেগাবাইট রাইজিং ক্যামেরা সমৃদ্ধ এই ফোনটিতে রয়েছে স্বল্প আলোয় দারুণ ফটোগ্রাফি করতে সক্ষম ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা-ক্লিয়ার ক্যামেরা সিস্টেম।

ঈদ উপলক্ষে নির্মিত এ বিজ্ঞাপনটিতে কাজ করতে পেরে উচ্ছ্বসিত তাসকিন বলেন, ‘অপো এভাবে করেই হাসি ছড়িয়ে যাক সকলের মাঝে।’

বিজ্ঞাপন

এর সঙ্গে সাবিলা যোগ করে বলেন, ‘বন্ধুত্বের বন্ধন আর যে মুহূর্তগুলোর জন্য আমাদের বেঁচে থাকা, এ বিষয়গুলোই উঠে এসেছে দারুণ এ বিজ্ঞাপনটিতে।’ এরইমধ্যে বিজ্ঞাপনটির অনলাইন প্রচার শুরু হয়েছে।