পাকিস্তানের পতাকা নিয়ে ছবি তুলে বিতর্কিত রাখি

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রাখি সাওয়ান্ত

রাখি সাওয়ান্ত

যেখানে পাকিস্তানি শিল্পীদের বয়কট করেছে সম্পূর্ণ বলিউড ইন্ডাস্ট্রি, সেখানে পাকিস্তানে গিয়ে ‘ধারা ৩৭০’ নামে একটি ছবির শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন রাখি সাওয়ান্ত।

পাশাপাশি শুটিংয়ের ছবিও শেয়ার করছেন রাখি। বুধবার (৮ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন ‘ড্রামা কুইন’। যেখানে দেখা যাচ্ছে- পাকিস্তানের পতাকা গায়ে জড়িয়ে ছবি তোলার জন্য পোজ দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

পোস্ট করা ছবিটির ক্যাপশনে রাখি লিখেছেন- ‘‘আমি ভারতকে ভালোবাসি। তবে এটাই আমার ‘ধারা ৩৭০’ ছবির চরিত্র।’’

রাখির ছবিটি দেখার পর তেলেবেগুনে জ্বলে ওঠে নেটিজেনদের একাংশ। তাকে নিয়ে রীতিমতো বইতে শুরু করেছে সমালোচনার ঝড়। ছবিটির নীচে অনেকে মন্তব্য করে, রাখির নাকি ভারতের পরিবর্তে পাকিস্তানে গিয়েই বসবাস করা উচিত।

বিজ্ঞাপন
 
 
 
View this post on Instagram

A post shared by Rakhi Sawant (@rakhisawant2511) on

তবে মুখ বুজে থাকার পাত্রী রাখি নন। তার পোস্ট করা ছবিটি নিয়ে সমালোচনা শুরু হতেই এক ভিডিও বার্তা শেয়ার করেন তিনি। যেখানে তিনি ‘ধারা ৩৭০’ ছবিতে তার চরিত্র সম্পর্কে জানান। ভারতের পাশাপাশি পাকিস্তানের বাসিন্দাদের তিনি ঠিক কতোটা ভালোবাসেন তাও জানান।