নিপুণের চা বাগানে গোয়েন্দা পপি!

  • বিনোদন ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

নিপুণ ও পপি

নিপুণ ও পপি

রেকর্ড পরিমাণ চা উৎপাদন করে দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানের শীর্ষে আসে শাহিন-ইলোরা দম্পতির উদয়ন টি-স্টেট। কিন্তু এরপরই টি-স্টেটে ঘটতে থাকে একের পর এক খুনের ঘটনা। ফুসে ওঠে শ্রমিক ইউনিয়ন। আর সেসময় আবির্ভূত হন নারী গোয়েন্দা বৃতা। তিনি কি পারবেন এই খুনের রহস্য সমাধান করতে? জানতে হলে দেখতে হবে ওয়েজ সিরিজ ‘গার্ডেন গেম’।

‘শার্লক হোমস’, ‘ব্যোমকেশ’ আর ‘ফেলুদার’ পর এবার তৈরী হচ্ছে দেশের প্রথম নারী ডিটেকটিভ ওয়েব সিরিজ। ‘গার্ডেন গেম’-এ শাহিন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, ইলোরা চরিত্রে আছেন নিপুণ এবং বৃতার ভূমিকায় অভিনয় করেছেন পপি। এবারই প্রথম কোনো ওয়েব সিরিজে অভিনয় করলেন তারা।

বিজ্ঞাপন

গুড কোম্পানি প্রযোজিত থ্রিলার এই ওয়েব সিরিজটির চিত্রনাট্য লিখেছেন কলকাতার অদিতি মজুমদার ও সরদার সানিয়াত হোসেন। পরিচালনা করছেন তৌহিদ মিতুল। এর সঙ্গীত পরিচালনা করেছেন কলকাতার সাকী ব্যানার্জী।

রিয়াজ-পপি ও নিপুণ ছাড়াও আরও অভিনয় করেছেন মনির খান শিমুল, সিন্ডি রোলিং, অশোক বেপারীসহ অনেক। শিগগিরই ওয়েব সিরিজটি মুক্তি পাবে “বায়োস্কোপ লাইভে”।

বিজ্ঞাপন