বৈশাখে দেবলীনা সুরের গানচিত্র ‘খেলাঘর’

  • বিনোদন ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

দেবলীনা

দেবলীনা

রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে দেবলীনা সুরের একক অ্যালবাম ‘কী হাওয়ায় মাতালো’ প্রকাশিত হয় গত বছর শারদীয় দুর্গোৎসবে। এতে থাকা ‘খেলাঘর বাঁধতে লেগেছি’র গানচিত্র প্রকাশ হতে যাচ্ছে। এর শুটিং হয়েছে ভারতের বোলপুর, শান্তিনিকেতনের খোয়াই হাট, শালবন ও সাঁওতাল পল্লীতে।

দেবলীনার গাওয়া গানটির সংগীতায়োজন করেছেন ভারতের রণজয় ভট্টাচার্য্য। সম্প্রতি তার সুরে ‘সোয়েটার’ ছবির গান ‘প্রেমে পড়া বারণ’ জনপ্রিয়তা পেয়েছে দুই বাংলায়।

বিজ্ঞাপন

‘খেলাঘর’ গানচিত্রটি নির্মাণ করছেন সুমন সাহা। চিত্রগ্রহণে অতনু সর ও অজিত মাইতি। পহেলা বৈশাখের আগেই ভিডিওটি ইউটিউবে গানওয়ালা চ্যানেলে অবমুক্ত হবে।

‘কী হাওয়ায় মাতালো’ অ্যালবাম থেকে এর আগে ‘মোর ভাবনারে’ গানের মিউজিক ভিডিও প্রকাশিত হয়। এটি নিয়ে ভালো সাড়া পাওয়ায় আরেকটি গানচিত্র বের করছেন বলে জানালেন দেবলীনা।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/10/1554906056902.jpg

অ্যালবামটির অন্য গানগুলো হলো ‘তুমি কোন কাননের ফুল’, ‘হে সখা, মন হৃদয়ে রহো’, ‘নয় এ মধুর খেলা’, ‘ও যে মানে না মানা’, ‘তোমায় গান শোনাব’।