কান উৎসবে থাকছে এক্সক্লুসিভ পাস
‘থ্রি ডেজ ইন কান’— কান চলচ্চিত্র উৎসবে ১৮ থেকে ২৮ বছর বয়সীদের জন্য এক্সক্লুসিভ পাস এটি। গত বছর যুক্ত করা এই আয়োজন সফল হওয়ায় এবারও এই উদ্যোগের ঘোষণা এলো। শনিবার (২৩ মার্চ) এক ইমেইল বার্তায় খবরটি জানিয়েছেন আয়োজকরা।
আগামী ১৫ মে থেকে ১৭ মে থাকবে ‘থ্রি ডেজ ইন কান’ কর্মসূচির প্রথম ভাগ। এরপর ২৩ মে থেকে ২৫ মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্ব। এই ছয় দিন বিশ্বের বিভিন্ন দেশের উৎসাহী তরুণ-তরুণীদের কানের ৭২তম আসরের অফিসিয়াল সিলেকশনের ছবিগুলো বড় পর্দায় দেখার জন্য আমন্ত্রণ জানানো হবে।
‘থ্রি ডেজ ইন কান’ কী?
প্যালেস দেস ফেস্টিভ্যাল ভবনে উৎসবের কম্পিটিশন, আউট অব কম্পিটিশন, স্পেশাল স্ক্রিনিংস, আঁ সাঁর্তে রিগার্দ, কান ক্ল্যাসিকস ও সিনেমা ডি লা প্লাজ বিভাগের নির্বাচিত ছবিগুলো দেখার তিন দিনের পাস।
কাদের জন্য প্রযোজ্য?
১৮ থেকে ২৮ বছর বয়সী যেকোনও দেশের সিনেমাপ্রেমী তরুণ-তরুণী।
পাস সংগ্রহের সময় কখন?
আগামী ১৫ মে (বুধবার) থেকে ১৭ মে (শুক্রবার) ছবি দেখার জন্য এক্সক্লুসিভ পাসটি সংগ্রহ করতে হবে ১৪ মে। আর উৎসবের শেষ তিন দিন যারা ছবি দেখবেন তাদের পাস নিতে হবে ২২ মে।
কীভাবে অংশগ্রহণ করবেন?
আপনার বয়স যদি ১৮ থেকে ২৮ বছর হয়, তাহলে কান উৎসবের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সিনেমার প্রতি নিজের আবেগ ও অনুরাগের কথা লিখে জমা দিন।