৯১তম অস্কারে সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র ‘পিরিয়ড. এন্ড অব সেনটেন্স’

  • বিনোদন ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

‘পিরিয়ড. এন্ড অব সেনটেন্স’-এর দৃশ্য

‘পিরিয়ড. এন্ড অব সেনটেন্স’-এর দৃশ্য

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯১তম আসরে স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র বিভাগে সেরা হলো ‘পিরিয়ড. এন্ড অব সেনটেন্স’। এটি পরিচালনা করেছেন রাইকা জেহতাবচি। এতে তিনি তুলে ধরেছেন ভারতের হাপুরে অল্প খরচে নারীদের স্যানিটারি প্যাড বানানোর গল্প। সাশ্রয়ী মূল্যে অন্য নারীদের কাছেও বিক্রি করেন তারা। ছবিটিতে অর্থলগ্নি করেছে নেটফ্লিক্স।

স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র বিভাগে আরও মনোনয়ন পেয়েছে ‘ব্ল্যাক শিপ’, ‘এন্ড গেম’, ‘লাইফবোট’, ‘অ্যা নাইট অ্যাট দ্য গার্ডেন’।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারের বাইরে থেকে ২৪ ফেব্রুয়ারি রাতে (বাংলাদেশ সময় ২৫ ফেব্রুয়ারি সকাল ৭টা) শুরু হয় ৯১তম অস্কারের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। তবে এবার কোনও সঞ্চালক নেই। এই আয়োজন সরাসরি দেখানো হচ্ছে স্টার মুভিজ ও স্টার মুভিজ এইচডি চ্যানেলে।