অনেকদিন পর ‘কইন্যা’

  • বিনোদন ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

সিলেট-সুনামগঞ্জ হাওরাঞ্চলের লৌকিকতা নিয়ে প্রাচ্যনাটের দর্শকনন্দিত নাটক ‘কইন্যা’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মঞ্চে অনেকদিন পর এটি মঞ্চায়ন হতে যাচ্ছে। আগামী ১৩ জানুয়ারি সন্ধ্যা ৭টায় এর প্রদর্শনী হবে।

‘কইন্যা’ গল্পে কালারুকা নামের জনপদের মানুষদের দেখা যায়। তারা মনে করে, কইন্যা পীর তাদের দেখে রাখেন। যদিও তিনি মারা গেছেন যুগ যুগ আগে। তবুও এই বিশ্বাস যেন বহমান।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/12/1547293345229.jpg

বিজ্ঞাপন

নাটকটি রচনা করেছেন মুরাদ খান। নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম।

নাটকটির বিভিন্ন চরিত্র রূপায়ন করছেন আজাদ আবুল কালাম, ঋতু সাত্তার, শাহানা রহমান সুমি, হীরা, শাহেদ আলী সুজন, তৌফিকুল ইসলাম ইমন, তপন মজুমদার, হোসেন রেজভী, জাহাঙ্গীর আলম, জবা, রুবেল, সজীব, মিতুল, রাসেল, সোহেল প্রমুখ। সঙ্গীত পরিকল্পনায় রাহুল আনন্দ।